ঘোষণা করা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকে রাজ্যে ফের বাড়লো মদের দাম। রবিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন খারাপ সুরাপ্রেমীদের। জানা গিয়েছে, এখন মোট ২২টি ধাপে নতুন দাম ধার্য করা হয়েছে। মদের ব্র্যান্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ২২টি ধাপ।

প্রসঙ্গত, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে গোটা দেশে লকডাউন চলাকালীন মদের উপর ৩০ শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার। তার জেরে ব্যাপক ধাক্কা খেয়েছিল রাজ্যের মদ ব্যবসা। এরপর ফের এই দাম বৃদ্ধি। তবে এবার মদের দাম বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র বিদেশি ব্র্যান্ডের ওপর। রাজ্য সরকার নতুন হারে যে দাম নির্ধারণ করেছে, তাতে ভারতে উৎপাদিত মদের দাম ২৫ থেকে ৩০ শতাংশ দাম বেড়েছে। তবে ছোট ১৮০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রে দাম তেমন পরিবর্তন হচ্ছে না। নতুন বর্ধিত দামের সবথেকে বেশি প্রভাব পড়বে বড় বোতলে। শনিবার পর্যন্ত ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ছিল ৬৭০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৯৮০ টাকা। ফলে দামের বৃদ্ধি যে অনেকটাই হয়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: জরিমানা ৪২,৫০০ টাকা, পুলিশের হাতে স্কুটার তুলে দিলেন যুবক
দিকে এই দাম বৃদ্ধিতে কার্যত হতাশ শহরের ব্যবসায়ীরা। চলতি বছর করণা মহামারীর কারণে মার্চ-এপ্রিল মাসে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে মদের ব্যবসা। বর্তমানে উৎসবের মরশুম। এই সময় রাজ্যে মদের চাহিদা থাকে তুঙ্গে। এমন পরিস্থিতিতে নতুন করে ফের মদের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা ক্রেতারা হয়তো মুখ ফিরিয়ে নিতে পারেন।



































































































































