নরেন্দ্রপুরে মধুচক্রের আসর থেকে উদ্ধার ৮ মহিলা, ধৃত চক্রের মূলপান্ডা

0
1

উৎসবের মরশুমে ফের বড়সড় মধুচক্রের হদিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে একটি বাড়িতে মধুচক্রের হদিশ মিলল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় নরেন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুন : লোকাল ট্রেন চালাতে কাল নবান্নয় রেল-রাজ্য বৈঠক

হাতেনাতে পাকড়াও করা হয় ৮ জন মহিলাকে। পাশাপাশি, এই ঘটনায় সুজিত সরকার নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই এই চক্রের পান্ডা।

আরও পড়ুন : জরিমানা ৪২,৫০০ টাকা, পুলিশের হাতে স্কুটার তুলে দিলেন যুবক

জানা গিয়েছে, বিভিন্ন জায়গার এই মহিলাদের সিনেমা ও টেলিভিশনে অভিনয় করানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই কাজ করানো হত।