দিল্লি ক্যাপিটালস – ১১০/৯
মুম্বই ইন্ডিয়ান্স -১১১/১
৯ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার বুমরাহ ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ধসে যায় দিল্লির ব্যাটিং লাইন-আপ। পৃথ্বী শো, ঋষভ, ধাওয়ন ব্যর্থ হন এদিন। আইপিএলের অন্যতম সাড়া জাগানো টিম মাঝে মাঝেই টিম ব্যালেন্স হারিয়ে বসছে। শ্রেয়স আইয়ার(২৫) এবং পন্থ(২১) রানের সৌজন্যে কোনো রকমে স্কোর বোর্ডে ১১০ রান করে।
১১১ তাড়া করতে নেমে মরসুমের সবচেয়ে শক্তিশালী দল মুম্বই ৯ উইকেটে হাসতে হাসতে ম্যাচ জিতে যায়। কুইটন ডি’ককের ২৮ বলে ২৬ রান এবং ঈশান কিষানের ৪৭ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫তম ওভারেই ম্যাচ নিজেদের নামে করে নেয়। সূর্য কুমার ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

মুম্বইয়ের এদিনের জয়ে ১৩ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকার মগডালে। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে ১৩ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তিন নম্বরে রয়েছে।
আরও পড়ুন- গুরুং–তামাং অনুগামীদের সংঘাতের আশঙ্কা এড়াতে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর, নবান্নে তলব বিনয়-অনীতদের































































































































