ফের দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলো বাম দল ও তাদের শাখা সংগঠনগুলি। মূলত, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের বাম মনোভাবাপন্ন ১০টি শ্রমিক সংগঠন ও ফেডারেশন আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটে সামিল হবে এ রাজ্যের ১৬টি বামপন্থী ও সহযোগী দল, কৃষক ও খেতমজুর সংগঠনগুলিও। আজ, শনিবার একবিবৃতিতে এমনটাই জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন, ধর্মঘটের পক্ষে প্রচার শুরু হবে আগামী ৩ নভেম্বর ঠেকর। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ৩ নভেম্বর একটি মিছিল হবে পার্ক সার্কাসের লেডি ব্রাবোর্ন কলেজের সামনে থেকে। যা শেষ হবে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে। এছাড়া আগামী ১৮ থেকে ২১ নভেম্বর স্থানীয় দাবি নিয়ে ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাবেন সিপিএম তথা বাম সমর্থকরা। ২৩ ও ২৪ নভেম্বর প্রতিটি জেলার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ হবে। ২৫ নভেম্বর এলাকায় এলাকায় মিছিল করবে বামেরা।
তবে এ রাজ্যে বামেদের সঙ্গে এই ইস্যুতে তাদের রাজনৈতিক সহযোগী দল কংগ্রেস সামিল হবে কিনা, এদিন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিমানবাবু। প্রদেশ কংগ্রেসের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন- বেহাল অবস্থা রাস্তার, অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের































































































































