ফের উত্তপ্ত মল্লারপুর: বনধের মধ্যেই বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

0
3

মল্লারপুর থানার পুলিশ লকাপে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি ওই এলাকায় শনিবার বিজেপির ডাকে বনধ পালিত হচ্ছে।

মল্লারপুর থানায় অস্বাভাবিক মৃত্যু হয় শুভম মেহেনা নামে ১৪ বছর বয়সী এক নাবালকের। সেই ঘটনায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এদিন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর সংসদ সৌমিত্র খান উপস্থিত হন। তিনি ছাড়াও তাদের সংগঠনের জেলা নেতৃত্ব ছিলেন। স্থানীয় বিজেপি কার্যালয় থেকে তাদের বিক্ষোভ মিছিল এলাকায় বের হয়। মল্লারপুর থানা ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাঁদের। কিছুক্ষণ বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা পেয়ে সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে মল্লারপুর এলাকায় ডাকা বারো ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি বনধ সর্বাত্মক। বিজেপি নেতৃত্বের আরও দাবি, কলকাতার রাজপথে তথা সারা রাজ্য জুড়ে এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলন করা হবে। ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। তবে শাসকদলের মধ্যে মল্লারপুরে বিজেপির ডাকা বনধের কোনও প্রভাবই পড়েনি।