উদ্বেগ কাটছে না অনুরাগীদের। কেমন আছেন প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়? ভক্তদের জন্য ফের একটু স্বস্তির খবর দিল হাসপাতাল। নতুন করে আর শারীরিক অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রথমবারের ডায়ালিসিসও সম্পন্ন হয়েছে সফলভাবেই। আজ, বৃহস্পতিবার সকালে এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এই মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়েছে, ৮৫ বছর বয়সী অভিনেতার রক্তচাপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে জ্বর আসেনি। ইউরিয়া ও ক্রিয়েটিনিন ঠিকঠাক। শরীরে ইউরিয়ার মাত্রা জানতে আজ ফের রক্তপরীক্ষা করা হতে পারে। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০ গতকাল, বুধবার রাতে তাঁর ঘুমও ভাল হয়েছে। তবে প্রয়োজনে ফের করা হতে পারে ডায়ালিসিস। আংশিক ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্রবাবু। যদিও এখনও সঙ্কটমুক্ত নন তিনি।
আরও পড়ুন:চিকিৎসায় আর সাড়া মিলছে না, অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র





































































































































