বিহারে ভোট উৎসবের মাঝেই থমথমে মুঙ্গের। পুজো বিসর্জন নিয়ে পুলিশের অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠেছে । প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন সংগঠন। পরিস্থিতি আয়ত্তে আনতে এবার মাঠে নামল নির্বাচন কমিশন। মুঙ্গেরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অপসারিত করেছে তারা। সঙ্গে তদন্ত কমিটি গড়ে সাত দিনের মধ্যে গোটা ঘটনার বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৬ অক্টোবর দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের সময়ে ঘটনার সূত্রপাত। পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠি এমনকি গুলি চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রাণ গিয়েছে একজনের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সুবিচারের দাবি জানিয়ে এসপি ও ডিএম-এর অপসারণ চেয়ে প্রতিবাদে সামিল হয়েছিল একদল বিক্ষোভকারী। সেই বিক্ষোভও হঠাৎ ভয়ঙ্কর আকার ধারণ করে। মুঙ্গেরের সাব ডিভিশানাল ও এসপি-র অফিস পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পোড়ানো হয় একাধিক পুলিশের গাড়ি।
আরও পড়ুন: যত রক্ত ঝরবে, তত বেশি শক্তি বাড়বে: হঁশিয়ারি লকেটের
যে ঘটনা দেখেই মুঙ্গেরের আইনশৃঙ্খলার অবনতিতে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অপসারিত করা হয়েছে সেখানকার ডিএম ও এসপিকে। নতুন পদাধিকারীদের শীঘ্রই নিয়োগের কথাও জানানো হয়েছে । পাশাপাশি মগধের ডিভিশনাল কমিশনার অসঙ্গা চৌবার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে সাতদিনের মধ্যে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।




































































































































