প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

0
1

প্রয়াত বিধানসভার ডেপুটি স্পিকার ও প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা। বয়স হয়েছিল ৬২ বছর। একাধিক সমস্যা নিয়ে গত ১০ অক্টোবর তিনি ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে।

আরও পড়ুন : রাজ্যের পুলিশ নিষ্ক্রিয়: অমিতকে নালিশ ধনকড়ের

বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, আগেই ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে। চিকিৎসা চলাকালীন করোনা আক্রান্তও হন ডেপুটি স্পিকার। বেশ কিছুদিন লড়াইয়ের পরই হার মানলেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

সুকুমার হাঁসদার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, সুকুমার হাঁসদার মৃত্যুতে তিনি গভীর শোকাহত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ রাজনৈতিক মহলও।

আরও পড়ুন : সফল ডায়ালিসিস, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র

ঝাড়গ্রামের দুবারের বিধায়ক ছিলেন সুকুমার হাঁসদা। তিন বছর ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীর দায়িত্বে। বর্তমানে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি।