আর অবনতি না হলেও, এখনও সঙ্কটজনক সৌমিত্র

0
1
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে

শারীরিক পরিস্থিতির অবনতি না হলেও, এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ সূত্রে খবর, মঙ্গলবার তাঁর কিডনি ঠিকমতো কাজ না করায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

ফুসফুস ও শরীরের সংক্রমণের জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে। হৃদযন্ত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যাতে স্বাভাবিকভাবে কাজ করে তার জন্যও ওষুধ দেওয়া হয়েছে। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ঠিক রয়েছে। রক্তচাপও পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক। চিকিৎসা পদ্ধতি ও ওষুধে কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখতে ফের আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড।

আরও পড়ুন-বড়িশা ক্লাবের “পরিযায়ী” দুর্গা প্রতিমা সংরক্ষণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী