ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে, পুড়ে ছাই প্রতিমাও

0
3

সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে। মঙ্গলবার প্রতিমা নিরঞ্জন না হওয়ার কারণে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে ছিল প্রতিমাও। ফলে মন্ডপের পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রতিমাও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হঠাৎই আজ ভোরে করুণাময়ী থেকেই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ভোরবেলায় হাওয়া চলায় দ্রুত আগুন ছড়াতে থাকে।

পুজো উদ্যেক্তারা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ছিল বলে, আজই প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা ছিল। তার আগেই দুর্ঘটনা। পুজো উদ্যোক্তাদের একাংশের দাবি ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মণ্ডপের ভিতরে থাকা সিসিটিভিও খুলে রাখা হয়েছিল। ফলে রহস্য সমাধানে উদ্যোক্তাদের ভরসা মণ্ডপের চেয়ে একটু দূরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ।

ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। জানান, “দমকল খুব দ্রুত মণ্ডপে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।  আগুন লাগার কারণ এখনই জানা হয়নি। গোটা বিষয়টির তদন্ত হবে। পাশাপাশি এলাকায় উপস্থিত হয়েছে পুলিশ।

আরও পড়ুন : করোনা যোদ্ধা পুলিশ ও বঙ্গবাসীকে বিজয়ার শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর