উদ্বেগ বাড়িয়ে ইউরোপে করোনায় মৃত্যু বাড়ল ৪০ শতাংশ

0
4

উদ্বেগজনক! গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ৪০ শতাংশ মৃত্যু বেড়েছে ইউরোপে। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় ইউরোপের দেশগুলোতে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ৪০ শতাংশ মৃত্যু বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ফ্রান্স, স্পেন, ব্রিটেন, নেদারল্যান্ড ও রাশিয়াতে ব্যাপক হারে বেড়েছে ভাইরাসের সংক্রমণ। মৃত্যুর ঘটনাও এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, এইসব দেশের হাসপাতালগুলির আইসিসিইউ ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে।

ফ্রান্সে গত ছয় মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, গতকাল দেশে নতুন করে ৩৩ হাজার ৪১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৬ হাজার ৬৪৬ জন বেশি। এখন পর্যন্ত ১১ লক্ষ ৯৯ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫ হাজার ৫৪১ জন।

এই অবস্থায় করোনার সংক্রমণ প্রতিরোধে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ আরও আটটি শহরে কারফিউ জারি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকছে এই কারফিউ। ইতালিতেও বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। সেদেশে গতকাল ২৪ ঘণ্টায় ২২১ জনের মৃত্যু হয়েছে। রাশিয়াতে এই সংখ্যা ৩২০ এবং অস্ট্রিয়াতে ১ হাজারের বেশি। পরিস্থিতি পর্যালোচনা করে ডক্টর হ্যারিস বলেছেন, গোটা ইউরোপেই গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। দৈনিক মৃত্যুর সংখ্যা এই সময়ে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। হাসপাতালগুলিতে উন্নত ব্যবস্থা থাকলেও দ্রুত তা করোনা রোগী দিয়ে ভরে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তা উদ্বেগজনক জায়গায় পৌঁছতে দেরি হবে না।