এলাহাবাদ হাইকোর্টের তদারকিতে হবে হাথরাস কাণ্ডের তদন্ত। সিবিআই-এর তদন্ত পর্যবেক্ষণ করবে আদালত। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এই মামলা দিল্লিতে স্থানান্তরিত হবে কি তা পরে সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, হাথরাস কাণ্ডের সব দিক যেমন নির্যাতিতার পরিবারের নিরাপত্তা এবং সাক্ষীদের সুরক্ষা ইত্যাদির বিষয়টি এলাহাবাদ হাইকোর্ট দেখবে। এই তদন্তের অগ্রগতির সব রিপোর্ট এলাহাবাদ হাইকোর্টে সিবিআই পেশ করবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছরের দলিত তরুণী গণধর্ষণের শিকার হন। ১৫ দিনের লড়াই শেষ হয় গত ২৯ সেপ্টেম্বর। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিল্লির হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চাপের মুখে সিবিআই তদন্তের আর্জি জানায় যোগী সরকার। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। তদন্তের স্বার্থে বুলগরহি গ্রামেই ছিল সিবিআই। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী অফিসাররা। নির্যাতিতার মা, ভাই ও কাকিমার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা।
আরও পড়ুন:এনআরসি-র তালিকা থেকে নাম বাদের নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত






































































































































