বিদ্রোহে ইতি, বিজয়ার রাতেই দিলীপের বাড়ি গিয়ে আত্মসমর্পণ সৌমিত্রর

0
3

মঙ্গলবার সকালে নয়, বিজয়া দশমীর রাতেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গিয়ে কার্যত আত্মসমর্পণ করেন সৌমিত্র খাঁ। পরিষ্কার জানান, দাদা, আমি তো এতসব জানতাম না, তাই ভুল হয়ে গিয়েছে। পাল্টা দিলীপ বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে, তোমাকে-আমাকে সকলকে।

দশমীর রাত আটটা নাগাদ বিজেপি যুব মোর্চার সভাপতি দিলীপ ঘোষের বাড়ি চলে যান। প্রণাম সারেন। মিষ্টিমুখ করান দিলীপ। এরপর আলোচনা শুরু হয়। দিলীপ বোঝান সৌমিত্র ঠিক কোথায় ভুল করেছেন। দলীয় নেতৃত্বকে না জানিয়ে নামের তালিকা প্রকাশ করে ভুল করেছেন। সৌমিত্র বলেন, আমি এই নিয়ম জানতাম না। দিলীপ বলেন, জেলাগুলির কমিটি বাতিল করার পর আমার সঙ্গে কথা বললেই পরিষ্কার হয়ে যেত। কীভাবে আগামিদিনে কাজ করতে হবে, তার খসড়া করে দেন। পরে দলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুব্রত চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসুর সঙ্গে সৌমিত্রকে নিয়ে বৈঠক করেন।

তবে সৌমিত্রর হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনায় দলীয় নেতারা ক্ষুব্ধ। ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়া কেন? কাদের প্ররোচনায়? সবটাই দিলীপের কাছে খোলসা করছেন সৌমিত্র। দিলীপ এই চক্রান্তকারীদের একঘরে করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমবার রাতে সৌমিত্রকে রাতের খাবার খাইয়েই বাড়ি পাঠান দিলীপ।

আরও পড়ুন-‘দলবদলু’ বিধায়ক: দিলীপ ঘোষের মূল্যায়ণ ঘিরে জোর চর্চা রাজনৈতিক মহলে