একেবারেই ভালো নেই সৌমিত্র, বাড়ছে উদ্বেগ

0
2

শারীরিক অবস্থার আরও অবনতি হলো অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কোনও উন্নতি হলো না। পুরোপুরি ভেন্টিলেশনে রয়েছেন ৮৫ বছরের বর্ষীয়ান অভিনেতা। আজ, মঙ্গলবার বিকেলে মেডিক্যাল বুলেটিনে জানানো হল, কিডনি কার্যত কোনও কাজ করছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। কিডনি বিশেষজ্ঞের পরামর্শ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন।

অভিনেতাকে ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তাঁর। মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি।

তবে গতকালের তুলনায় স্থিতিশীল ব্লাড কাউন্ট। আজ ফের ব্লাড ট্রান্সফিউশন চলছে। জিআই ব্লিডিং আপাতত বন্ধ করা গিয়েছে। সবমিলিয়ে অতিসঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকরা বলছেন, হিমোডায়ানামিকালি স্টেবল।