নাঃ! এবারও বিজেপি রাজ্যসভা দিল না মুকুলকে

0
1
নাঃ! এবারও বিজেপি রাজ্যসভা দিল না মুকুলকে

মুকুল রায় শিবিরের শেষ আশা ছিল উত্তরপ্রদেশের আটটি রাজ্যসভা আসনের একটি মুকুল রায়কে দেবে বিজেপি। তারপর মন্ত্রী করা হবে। বাংলায় ভোটের আগে মুকুলকে মন্ত্রী করেই প্রচারের ধার বাড়াবে বিজেপিশিবির। কিন্তু সেই আশাতেও জল। বিজেপি উত্তরপ্রদেশে তাদের আট প্রার্থী ঘোষণা করে দিল। ফলে দিল্লিতে ভোটার তালিকায় নাম তুলেও ভিন্ রাজ্য থেকে প্রার্থী হওয়া আপাতত হল না মুকুল রায়ের। বিজেপি সূত্রের খবর, বাংলার ভোটের আগে মুকুলকে মন্ত্রী করার কথা তারা ভাবছে না। যদিও এদিককার শিবির থেকে নানা দপ্তরও শোনা যাচ্ছিল।

আরও পড়ুন- সব বিদ্রোহের ইতি, সকালেই দিলীপের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন সৌমিত্র