লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়

0
1

কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাকে প্রথম ভোট। লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পর্ষদের নির্বাচনের ফল সামনে এসেছে। ২৬টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৫টি তে, কংগ্রেস ৯টিতে এবং ২টি আসনে নির্দল প্রার্থীরা।

আরও পড়ুন : আপামর দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। প্রথম পর্ব থেকেই এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তবে কিছু কিছু আসনে সমানে-সমানে টক্কর চলেছে। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাখের এর নির্বাচনে আম আদমি পার্টির ঝুলিতে আসেনি একটিও আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা ২৩টি আসনে প্রার্থী দিয়ে ২টি আসন জিতে নিয়েছে।

আরও পড়ুন : বিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া

জেতার পর লাদাখের বিজেপি নেতা সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই সংখ্যাগরিষ্ঠ আসনে জয় আসলে মোদি-শাহ-নাড্ডাদের জয়। তবে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন রাম মাধব, কিরন রিজজু, কিষান রেড্ডি ও অরুণ সিংকে।