সামান্য হলেও দাম কমছে সোনার। সামনেই বিয়ের মরশুম তার আগেই দাম কমার ফলে সুবিধাই হবে মধ্যবিত্তের। ২৭ অক্টোবর দেশে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৯৬০ টাকা।

গোল্ড রিটার্নের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৯৬০, এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৫১০।
চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৪২০।
মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৯৬০।
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৯০০।
ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার দাম ৫১,২৮০।
এদিন এক কেজি রুপোর দাম ৬২,০০০ টাকা। বিয়ের মরশুমের আগে সোনার এই দামের গতি কলকাতায় বেশ তাৎপর্যবাহী।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা। তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলি ১০ গ্রাম সোনার দাম কত হবে? তা এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন-এনআরসি-র তালিকা থেকে নাম বাদের নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ জমিয়ত




































































































































