বছরভর অপেক্ষা, উমার বিদায় বেলায় বিষাদের সুর বাংলার ঘরে-ঘরে। দীর্ঘ এক বছরের প্রতীক্ষা।


চারটি দিনের আনন্দ, উৎসব হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে কেটে যাওয়ার পর দশমীর বিষাদের সুর দিকে দিকে।



আম বাঙালির মনে একটাই কথা “যেতে নাহি দিব…”। কিন্তু তার মধ্যেও বিদায় জানাতেই হয় ঘরের মেয়ে উমাকে।…


তাই হাজারো বিষাদের মধ্যেও মায়ের বিদায় বেলায় এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ‘মা’কে বিদায় জানালেন বাঙালি।

?ছবি– দেবস্মিত মুখার্জি ও সোমনাথ বিশ্বাস
চলতি করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সর্বত্রই ঘট নিরঞ্জন থেকে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : ৪দিন বিসর্জন, প্রতিমা নিরঞ্জনের জন্য যে রাস্তা নির্দিষ্ট করল কলকাতা পুলিশ