বাংলার মা, মাটি, মানুষকে বিজয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

0
1

রাজ্যবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী লেখেন,”বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টি মুখে আসুন সকলকে বলি, আসছে বছর আবার হবে”।

করোনা পরিস্থিতিতে নানা বিধিনিষেধের বেড়াজালে এবার শারদোৎসব কাটছে। চারদিনের পুজোর শেষে আজ বিসর্জনের পালা। তাতেও নানা নিয়ম। হচ্ছে না সিঁদুরখেলা, বিসর্জনের শোভাযাত্রা। পুজো শেষ হওয়ার বিষাদের সঙ্গে মিশেছে প্রাণ খুলে আনন্দ না করতে পারার দুঃখ। সব মিলিয়ে এখন বাংলার একটাই প্রার্থনা আসছে বছর আবার হবে।

আরও পড়ুন-বিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া