‘৩৭০ ধারা বিলোপের মতো চিন-পাকিস্তানের সঙ্গে কখন যুদ্ধ হবে তা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ এমনই দাবি যোগীর রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশের বিজেপি প্রধান ও রাজ্যের মন্ত্রী স্বতন্ত্রদেব সিংয়ের। দু’দিন আগে বালিয়াতে এক সমাবেশে বিজেপি উত্তরপ্রদেশের সভাপতি স্বতন্ত্রদেব সিং নিজের বক্তৃতা রাখতে গিয়ে এমনই দাবি করেছেন। তাঁর বক্তৃতার এই ভিডিও ক্লিপটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্বতন্ত্রদেব সিং বালিয়াতে সিকান্দারপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কৃষ্ণ মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি বিজেপি বিধায়ক সঞ্জয় যাদবের প্রতিনিধিত্ব করেছিলেন।

কী বলেছেন যোগীর রাজ্যের মন্ত্রী স্বতন্ত্রদেব সিং?
স্বতন্ত্রদেব সিংয়ের দাবি, “রাম মন্দির তৈরি, ৩৭০ ধারা বিলোপের মতো মোদি আগে থেকে ঠিক করে রেখেছেন কখন পাকিস্তান বা চিনের সঙ্গে যুদ্ধ করবে ভারত।’ ওই ক্লিপে শোনা গিয়েছে রাজ্যের বিজেপি প্রধান আরও বলছেন, “বিএসপি, এসপি এবং কংগ্রেস জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।” তিনি আরও বলেন, বিজেপি শ্রীকৃষ্ণ ও রামের দেখানো পথে কাজ করছে। বিজেপি দেশ বা গরিবদের কোনও অবমাননার অনুমতি দেবে না।
এনিয়ে ওই রাজ্যের সাংসদ রবীন্দ্র কুশওয়াহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সমর্থকদের মনবল বাড়ানোর জন্য ওইসব কথা বলেছেন স্বতন্ত্রদেব সিং।”
আরও পড়ুন-বিলম্বিত বোধোদয়: কারগিল যুদ্ধে লাভ হয়নি পাকিস্তানের, কবুল নওয়াজের



































































































































