চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ডোভাল : ভারত যুদ্ধের জন্য প্রস্তুত

0
2
চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ডোভাল : ভারত যুদ্ধের জন্য প্রস্তুত, ajit doval

সকালে নাথুলা সীমান্তে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন চিনকে। আর দুপুরে প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল চিন-পাকিস্তানের নাম না করে সাফ জানালেন, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

অজিত ডোভাল শনিবার আমলা ও শিল্পপতিদের সভায় বলেন, ভারত কখনও অন্য কোনও দেশকে আক্রমণ করে না। অতীতে এরকম নজির কখনও পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি ভারতকে আক্রমণ করে, তাহলে ছাড় পাবে না। প্রত্যাঘাত করবে। প্রয়োজনে সীমানা পেরিয়ে পাল্টা হামলা চালিয়ে শিক্ষা দেবে হামলাকারীকে। ভারত যুদ্ধের জন্য প্রস্তুত।

ডোভাল বলেন, পাকিস্তান আইএসআইকে কাজে লাগিয়ে ভারতকে মাঝে মধ্যেই রক্তাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সুবিধা হবে না। অন্যদিকে ভারতের কাছে খবর রয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে চিন তাদের ঘাঁটি তৈরির চেষ্টা চলছে। ভারত নজর রেখেছে। কিন্তু কোনওরকম বেচাল দেখলেই ভারত কড়া ভাষায় জবাব দেবে।

আরও পড়ুন-নাম না করে চিনকে ফের কড়া বার্তা রাজনাথের