নারিন-বরুণের ব্যাট-বলে মরুঝড়! বেসামাল দিল্লি

0
3

কলকাতা নাইট রাইডার্স – ১৯৪/৬
দিল্লি ক্যাপিটালস্ – ১৩৫/৯

৫৯ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

১৩তম আইপিএলে সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটির থেকে ক্লিনচিট পেয়ে কয়েকটা ম্যাচ বসে থেকে প্রত্যাবর্তন করেই ব্যাট হাতে ঝলসে উঠলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। শক্তিশালী দিল্লি বোলিং আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে ৩২ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারিন। অন্যদিকে বরুণ চক্রবর্তীর বোলিংয়ের সামনে কার্যত ধসে যায় দিল্লির ব্যাটিং লাইন-আপ। এদিন বরুণ স্বপ্নের বোলিং করেন। ৪ ওভারে কুড়ি রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন : ভালো আছেন কপিল, ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

মূলত নিতিশ রানা এবং সুনীল নারিনের জুটিতে ভর করেই রানের পাহাড়ে চড়ে কেকেআর। নিতিশ রানা এবং সুনীল নারিনের জুটিতে ওঠে ১১৫ রান। নিতিশ রানার ব্যাট থেকে আসে ৮১ রান।

এদিন শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৪ রান তোলে নাইটরা। ১৯৫ তাড়া করতে নেমে লীগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা দিল্লি থেমে যায় ১৩৫ রানেই। প্যাট কামিন্স(৩ উইকেট) ও বরুণ চক্রবর্তীর সামনে শ্রেয়স আইয়ার ছাড়া দিল্লির কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। এদিনের জয়ে কেকেআর ১১ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে।