দুর্গাপুজো সার্বজনীনতার আদর্শ উদাহরণ: ভারতীয় হাইকমিশনার

0
1

খায়রুল আলম (ঢাকা) : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের দুর্গাপূজাকে সার্বজনীনতার আদর্শ উদাহরণ। শনিবার সন্ধেয় রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পুজোমণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

মিডিয়া পাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সব শ্রেণি-পেশা ও সব ধর্মের মানুষের এক হয়ে দুর্গাপূজার আয়োজন দেখে তিনি অভিভূত।

ভারতীয় হাইকমিশনার বলেন, অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার যে কথা বলা হয়, এর বড় উদাহরণ বাংলাদেশের দুর্গোৎসব।

ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপুজোর গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সঙ্গীতা দোরাইস্বামী।

এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উষ্ণতা নিয়েও কথা বলেন। দুই দেশের সম্পর্কের গভীরতা যে দক্ষিণ এশিয়া ছেড়ে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-সুগন্ধিতে আজও নস্টালজিক বাগবাজারের গুপ্তা পারফিউম