দেশবাসীর জন্য সুখবর!
ভারত বায়োটেক দেশবাসীকে শোনালো এই খুশির খবর। শুক্রবারই অনুমতি মিলেছে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের। সঙ্গে ভারত বায়োটেক জানিয়েছে কবে এই টিকা বাজারে আসবে।
ভারত বায়োটেক জানাচ্ছে, দেশের ১০টি রাজ্যের ২৫টি জায়গায় হতে চলেছে এই ট্রায়াল। ১৮ বছর বয়সের বেশি স্বেচ্ছাসেবীদের ওপর এই পরীক্ষা চালানো হবে। মোট ২৮ হাজার ৫০০জন স্বেচ্ছাসেবীর উপর তারা কোভ্যাক্সিন প্রয়োগ করতে চলেছে এই পর্যায়ে। সঙ্গে তারা এও জানিয়েছে, ২০২১ সালের জুন মাসের মধ্যেই ‘কোভ্যাক্সিন’ বাজারে চলে আসবে। প্রথমিকভাবে ১৫ অগাস্ট এই ভ্যাকসিন বাজারে আসার কথা ছিল। পরে সরকারি আধিকারিকরা সংসদের স্ট্যান্ডিং কমিটিকে জানায় ২০২১-এর আগে এই ভ্যাকসিন তৈরি সম্ভব নয়।
পশুর শরীরে এই প্রতিষেধক প্রয়োগে সাফল্য মিলছে। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, পশুর শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে তারা সাফল্য পেয়েছে। এই ভ্যাকসিন পশুর শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। যা করোনাভাইরাসের মতো ভাইরাস প্রতিরোধে সক্ষম।
এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২,৯৪৬,৪৪৬। মৃতের সংখ্যা ১,১৫৪,৮৬২। এর মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৭,৮৬৪,৮১১ জন এবং মৃতের সংখ্যা ১,১৮,৫৬৭। তবে দেশে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা৷ কমেছে মৃতের সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৩৭০ জন৷ মৃতের সংখ্যা ৬৫০ জন ৷ সুস্থ হয়ে উঠেছে ৬৭ হাজার ৫৪৯ জন৷
প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১০০-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে। দেশে ভারত বায়োটেক ছাড়াও আহমেদাবাদের জাইডার ক্যাডিলা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে৷ তাদের ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ প্রতিষেধক অনেকটাই এগিয়ে।
আরও পড়ুন-করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা





































































































































