মহাষ্টমীতে সুরক্ষাবিধির মোড়কে সন্ধিপুজোয় মাতলেন রায় পরিবারের সবাই

0
2

মহাষ্টমীতে সন্ধিপুজোর রীতি প্রাগৈতিহাসিক যুগ থেকে আজও প্রবহমান। দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই সন্ধিপুজো। আজকের সময়ের নিরিখে মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর শুরুর ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট হল এই মহা সন্ধিপুজোর সময়কাল।
সেই গুরুত্বপূর্ণ সন্ধিপুজোয় মাতলো রায় পরিবার। এবারের সন্ধিপুজো ছিল তিথি অনুযায়ী সকাল ১১ টায়। RICE- এর কর্ণধার অধ্যাপক সমিত রায়ের পারিবারিক পুজোয় প্রথম থেকেই ছিল কড়া সুরক্ষা বিধি। সন্ধিপুজোতেও সেই সুরক্ষা বিধিতে কোনও ব্যতিক্রম ছিল না। উপস্থিত পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ছিল স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এমনকি নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলার সর্তকতা । এই সুরক্ষা বিধি মেনেই এবারে সন্ধিপুজোয় মাতেন পরিবারের সবাই। সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পারিবারিক পুজোতে সন্ধিপুজোর আয়োজন করা হয়েছিল। সবমিলিয়ে সন্ধিপুজোর আনন্দে পরিবারের সদস্যদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক।

আরও পড়ুন- করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

রাইসের কর্ণধার অধ্যাপক  সুমিত রায় বলেন, পুজোর এই পাঁচদিন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন নয়। আমাদের সকলকে আরও সতর্ক হতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছেন ঠিকই, তবে নিজেকে সুরক্ষা বিধির মোড়কে রেখেই সবাই আনন্দ করুন ।