মহাষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে সেজে রাজ-পুত্র

0
1

এবার তার জীবনের প্রথম দুর্গাপুজো। সেই পুজোতে একটু কেত না করলে কী চলে? তার ওপর মহাষ্টমীর সাজ বলে কথা। বাঙালি পুরুষের প্রিয় পোশাক ধুতি-পাঞ্জাবি এদিন সকালে মাস্ট। সেই বা পিছিয়ে থাকে কেন? সে আর কেউ নয় স্বয়ং ইউভান চক্রবর্তী। অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র।

বয়স মেরে কেটে দেড়মাস। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিক জনপ্রিয় রাজ-পুত্র। বিভিন্ন সময় ছেলেকে নিয়ে নানা পোস্ট করেন স্বয়ং পরিচালক। আর বাবা-ছেলের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন মা শুভশ্রী। ছেলেকে নিয়ে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী নিজেও।

মহাষ্টমীর সকালে সাদা-কালো ধুতি-পাঞ্জাবির সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হয়েছে ইউভানের। তবে সেটা অবশ্যই মার কোলে শুয়ে। সাজগোজে ক্লান্ত হয়ে একটু চোখ বুজে জিরিয়ে নিচ্ছে সে। তবে ইনস্ট্রাগ্রামে এই ছবি আসতেই তৎক্ষণাৎ ভাইরাল।

আরও পড়ুন : সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য