অষ্টমীতে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

0
3

এবার দুর্গা পুজোতে একটু বেশিই বাংলার দিকে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একুশে বাংলায় বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহল মনে করছে, তার আগে জনসংযোগের একটি বড় মাধ্যম। তাই দুর্গাপুজোর শুরুতেই আপামর বাঙালি ও রাজ্যের মানুষের মন কাড়তে অনলাইনে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আধআধ বাংলাতেই বলার চেষ্টা করেছিলেন রাজ্যের সংস্কৃতির ইতিহাস। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি।

এবার মহাষ্টমীর সকালে বাংলায় দিলেন শুভেচ্ছা বার্তা। সংশ্লিষ্ট মহল মনে করছে, পুজোর মধ্যে ফের একবার বাঙালির হৃদয়ে ছোঁয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ভুল নাকি ইচ্ছাকৃত সীমান্ত পার! লাদাখে আটক চিনা সেনাকে নিয়ে বাড়ছে জল্পনা

মহাষ্টমীর সকালে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।”