সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

0
1

মহাষ্টমীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন কিছুটা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 85 বছর বয়সী অভিনেতার নতুন করে কোনও রকম সংক্রমণ নেই। জ্বর নেই। লিভার এবং কিডনি ভালোভাবে আগের চেয়ে ভালো কাজ করছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অরিন্দম কর জানান, অভিনেতার রক্তচাপ কমাতে ওষুধ দেওয়া হয়েছে। প্লাজমা থেরাপি দেওয়া হতে পারে তাঁকে। হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। অক্সিজেন সাপোর্ট এখন আগের চেয়ে কম লাগছে।

আরও পড়ুন: দিলীপের কমিটি ভাঙার সিদ্ধান্তের পরেই সৌমিত্রর পদত্যাগের ‘নাটক’

তবে জটিল স্নায়ু সমস্যা এখনও মেটেনি সৌমিত্রবাবুর। চিকিৎসকদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কো-মর্বিডিটি। তাঁর স্নায়ুর সমস্যার জন্য হাসপাতালে তৈরি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিদেশের নামী ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন।