আইডিয়াল নিকেতন আবাসনে সম্বর্ধিত কর্মীরা

0
2

মহামারির আবহেও মধ্য কলকাতার আইডিয়াল নিকেতন আবাসনে আয়োজন করা হয়েছে মাতৃ আরাধনার। তাদের পুজো এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করেছে । যাদের ছাড়া আবাসনের গুরুত্বপূর্ণ কাজ গুলি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেই ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বার, সিকিউরিটি এমনকি হাউসকিপার এবং ঢাকিদের সম্মানিত করা হয়েছে  সপ্তমীর সন্ধ্যায় । তাদের হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত মাত্র ১০৯৪, বাড়ছে সুস্থতার হার

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআইসি স্বপন সমাদ্দার এবং আবাসনের আধিকারিকরা।