অসহায় মানুষের পাশে কলেজ পড়ুয়ারা

0
4

বাঁচিয়ে রাখা ওদের চলার পথের মুল মন্ত্র ।
ওরা ভালোবাসে কিছু অসহায় মুখে হাসির ফোয়ারা ফুটিয়ে তুলতে। আর সেই হাসিগুলোই আজ ফুটে উঠেছে বনগ্রামের রেললাইনের পার্শ্ববর্তী এলাকার কিছু অসহায় মুখে।
মানুষ মানুষের জন্য ভাবনাকে চলার পথের মন্ত্র করে সাংগঠনিক নাম বা কোনও রাজনৈতিক রঙকে দূরে রেখে বনগ্রামের রেললাইন নিবাসী ২০০ অসহায় শিশুর হাতে মহাসপ্তমীতে নতুন জামা-কাপড় তুলে দিয়েছে বনগ্রাম নিবাসী কিছু কলেজ পড়ুয়া ও তাদের বন্ধুরা ।