নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ! মিউট করুন ইচ্ছা মতো

0
3

বর্তমানে ডিজিট্যাল লাইফে সবার সর্বক্ষণের সঙ্গী হোয়াটসঅ্যাপ। যোগাযোগে অন্যতম সেরা মাধ্যম তো বটেই। ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও তো বটেই, ইচ্ছায় বা অনিচ্ছায় বিভিন্ন গ্রুপেও থাকতে হয়। পারিবারিক বা বন্ধুবান্ধবদের গ্রুপ তবু এড়িয়ে চলা যায় কিন্তু অফিসের হোয়াটসগ্রুপ থেকে তো আর মুক্তির উপায় নেই। সারাক্ষণ মেসেজের পর মেসেজ! ভিডিও। অনেক সময়েই সেটা বিরক্তির কারণ হয়ে ওঠে। এ বার সেই বিরক্তি থেকে পুরোপুরি মুক্তি দিতে নতুন ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে।

আরও পড়ুন- তোলাবাজি, গোষ্ঠীবাজি, দলবদলুদের দাপট, পুজোর আগেই যুব মোর্চা ভাঙতে চেয়েছিলেন দিলীপ

হোয়াটসঅ্যাপে কোনও চ্যাটের নোটিফিকেশন মিউট করে রাখলে মেসেজ ঢুকলেও বারবার রিং বেজে ওঠে না। হোয়াটসঅ্যাপে এই মিউট অপশন ছিলই। কিন্তু তা একটি নির্দিষ্ট সময়কালে আবদ্ধ ছিল। ৮ ঘণ্টা, এক সপ্তাহ, এক বছর— এই ৩টি অপশন দেওয়া হত মিউট করার। এ বার পুরোপুরি কিংবা নিজের ইচ্ছে মতো মিউট করা যাবে। একবার ‘অলওয়েজ মিউট’ অপশন বেছে নিলে ফের আনমিউট না করা পর্যন্ত তা বজায় থাকবে।

আরও পড়ুন- ‘মোদি পরিযায়ী শ্রমিকদের প্রণাম করেন, কিন্তু সাহায্য নয়’, বিহারে সরব রাহুল