‘দুর্বল’ চেন্নাইকে হারিয়ে ফের লীগের শীর্ষে মুম্বই

0
1

চেন্নাই সুপার কিংস -১১৪/৯
মুম্বই ইন্ডিয়ান্স – ১১৬/০

১০ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

শারজায় বল হাতে দুরন্ত বোল্ট৷ মাত্র ৪ ওভারে ১৮ রান ব্যয় করে ৪ উইকেট তুলে নেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বাঁ-হাতি পেসার৷ বুমরাহ দারুণ বোলিং করেন৷ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট তাঁর নামের পাশে।
কার্যত মুম্বইয়ের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ করে সুপার কিংস ব্যাটসম্যানরা৷ একমাত্র স্যাম কারান ৪৭ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ১১৪ রানে পৌঁছে দেন। তাঁকে কিছুক্ষণের জন্য সঙ্গ দেন লেগ-স্পিনার ইমরান তাহির৷ ১০ বলে ১৩ রানের অপরাজিত থাকেন তিনি৷ রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিন মুম্বইকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড৷ এদিন সিএসকে দলে প্রচুর পরিবর্তন করে নতুনদের সুযোগ করে দেয়। কিন্তু চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায় চেন্নাই৷

১১৫ তাড়া করতে নেমে বিনা উইকেটে ম্যাচ জিতে নেয় পোলার্ডবাহিনী। কুইন্টন ডি’কক (৪৬) এবং ঈশান কিষানের (৬৮) রানের সৌজন্যে মাত্র ১২.২ ওভারে ম্যাচ জিতে নেয়। এদিনের জয়ে মুম্বই ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে ফের দিল্লিকে সরিয়ে লীগের মগডালে পৌঁছে যায়। অন্যদিকে ১১ ম্যাচের ৮টিতে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে যায় ইয়োলো ব্রিগেডের।

আরও পড়ুন- পুজোর ভাসানে জলদূষণ রুখতে কড়া পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ