হৃদরোগে আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। নয়াদিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। কপিলের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।
এদিন দুপুরে টিনা ঠাকরে নামে সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক ক্রীড়া সাংবাদিক তাঁর অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। তিনি লেখেন, ‘‘কিংবদন্তি কপিলদেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’’

কপিলের অসুস্থতার কথা জেনে ক্রিকেটভক্তদের অনেকেই ইতিমধ্যে উদ্বিগ্ন করে তুলেছে।
আরও পড়ুন : সংক্রমণের আশঙ্কায় ‘হাই অ্যালার্ট’ সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে
বর্তমানে ভারতের এই প্রথম বিশ্বজয়ী অধিনায়কের বয়স ৬১ বছর। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ‘হরিয়ানা হ্যারিকেন’। চলতি বছরে আইপিএল ২০২০-তেও বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন কপিল দেব। সেই সঙ্গে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক জড়িত ছিলেন ডায়াবেটিস রোগীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও।

মহাসপ্তমীর দুপুরেই এহেন ব্যক্তিত্বের অসুস্থ হয়ে পড়া নিঃসন্দেহে খারাপ খবর ক্রীড়াপ্রেমিদের জন্য। কপিল দেবের হার্ট অ্যাটাকের খবরে বিস্মিত সকলেই। গোটা দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন।




































































































































