বাড়তে থাকা করোনা পরিস্থিতির জেরে ঘুম ছুটেছে প্রশাসনের। আতঙ্কিত সাধারণ মানুষ। সেই আবহেই চলছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তবে উৎসব ফের আসবে, স্বাস্থ্য সবার আগে। এই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই এবার একটু অন্যরকম দুর্গোত্সবের পরিকল্পনা করল উত্তর ২৪ পরগনা জেলার বয়ারমারী স্টার ইউনিট ক্লাব। খোলামেলা মণ্ডপে সাধারণের জন্য অনেকখানি জায়গা রেখেই পুজোর সিদ্ধান্ত নিয়েছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপের সামনে লাগানো রয়েছে ‘নো এন্ট্রি’ বোর্ড। মন্ডপের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে জনসচেতনতামূলক পোস্টার। রয়েছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার বার্তা। আগত দর্শনার্থীদের জন্য মণ্ডপের সামনে রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা। বিলি করা হচ্ছে মাস্ক। বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে একেবারে সাদামাটাভাবেই তাঁদের এবছরের ৪১ তম দুর্গোৎসব পালন করছে স্টার ইউনিট ক্লাব কতৃপক্ষ।
আরও পড়ুন: ‘মা’ এলেও মায়ের কাছে যাওয়া হচ্ছে না


































































































































