কানাই ধর লেন অধিবাসীবৃন্দ এবছরের থিম “ফিরে দেখা: শতরূপে শতবার”। সম্পাদক সোমনাথ বিশ্বাস জানালেন , গত বছরই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 100 বছর পূর্ণ হয়েছে এবং হাস্যকৌতুককে যিনি অন্য মাত্রা দিয়েছিলেন সেই ভানু বন্দোপাধ্যায় এবং জহর রায়ের 100 বছর পূর্ণ হয়েছে। সকলের কথা মাথায় রেখেই তারা তাদের থিম ফুটিয়ে তুলেছেন সিনেমার আঙ্গিকে। পুজো।পুজো।
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, যদি স্বর্ণযুগের সিনেমাগুলি আবারও মানুষের সামনে তুলে ধরা যায় এবং আকর্ষণ তৈরি করা যায় তাহলে বাংলা সিনেমাগুলি আবারও বিশ্বের দরবারে ফের আকর্ষণীয় হয়ে উঠবে।
নির্বাক থেকে সবাক চলচ্চিত্র ।সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন থেকে আধুনিক ও সমসাময়িক দেব, জিৎ, অঙ্কুশ, আবির সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের ছবি, সিনেমার পোস্টার দিয়ে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। পুজো মণ্ডপের প্রবেশপথে স্যানিটাইজার, মাস্ক এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। হাইকোর্টের শুনানি নিয়ে সোমনাথ বিশ্বাস জানালেন, পুজো যখন তারা করছেন তাদের পুজোটাকেই ভালোভাবে করতে হবে।
































































































































