দেশের নারী দুর্গা: মোদির মন্তব্যকে কটাক্ষ সুব্রতর

0
1

মহাষষ্ঠীর সকালে ভার্চুয়াল দুর্গাপুজোর উদ্বোধনে নারীদের দুর্গার মতো সম্মান করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সেখানে মহিলাদের সুরক্ষা প্রদানে কেন্দ্র সরকার সজাগ বলে দাবি করেন তিনি। বলেন, নারীদের প্রতি অপরাধের কঠোর শাস্তির বিধান করেছে কেন্দ্র। মোদির এই দাবিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়।

বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বিজেপি শাসিত রাজ্যে যেমন উত্তরপ্রদেশে প্রতিদিনই প্রায় ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। “যেখানে যেখানে ওদের সরকার, সেখানে নারীরা প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছে”। সুব্রত মুখোপাধ্যায়ের কথায়, বিজেপি নেতা হিসেবে মোদির মুখে এই মন্তব্য মানায় না।

আরও পড়ুন : বাংলায় দুর্গা ঘরের মেয়ে: এটাই দেশের চেতনা, আধ্যাত্মিকতা, দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মন্তব্য প্রধানমন্ত্রীর

সম্প্রতি হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সমালোচিত হয় যোগী আদিত্যনাথের সরকার। কাঠগড়ায় তোলা হয় গেরুয়া শিবিরকে। পাল্টা রাজস্থানে একই ধরনের ঘটনা নিয়ে কংগ্রেসকে কোণঠাসা করতে চায় বিজেপি। এই চাপানউতোরের মধ্যেই দেশে নারীকে দুর্গার স্থান দেওয়ায় নরেন্দ্র মোদিকে কটাক্ষ বিরোধীদের।