সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে ভোটে নামা যাবে। সৌরভের আপত্তি নেই। নির্দিষ্ট কিছু ঘটনার পর বিজেপি এতে আশাবাদী। শীর্ষনেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। তবে ভোটের আগে তিনি লড়বেন নাকি সরকার গঠন হলে উপনির্বাচন লড়বেন, তা স্পষ্ট নয়। বেহালার দুটি আসনের একটি থেকেই জিতে আসবেন তিনি। মূলত নিজের হোম কন্সটিটিয়ুন্সিটাই পছন্দ থাকছে। ক্রিকেট প্রশাসন সৌরভ চালান অমিত শাহের ছেলের সঙ্গে টিম করে। ষষ্ঠীতে প্রধানমন্ত্রীর বিজেপির পুজো উদ্বোধনে নাচের পারফর্ম করছেন স্ত্রী ডোনা। বৌদি মোম সক্রিয় বিজেপি করেন। বিজেপি নেতৃত্ব মনে করছেন সৌরভ প্রশাসক হিসেবে অভিজ্ঞ। বাংলার অন্যতম সেরা মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে শ্রেষ্ঠতম পছন্দ সৌরভ। একেবারে মার্চ, এপ্রিল মাসে তাঁকে সামনে আনা হবে। হয়ত আনুষ্ঠানিক ঘোষণা হবে না, কিন্তু মানুষ সবটাই বুঝে যাবেন, এমন প্রচার হবে। বিজেপির ধন্দ ছিল সৌরভ রাজি হবেন কী না। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু কারণে ধন্দ কমে আসছে। এই বিষয়টি অমিত শাহ নিজে দেখছেন। তবে সৌরভশিবির থেকে এখনও কোনো ইঙ্গিত নেই। আবার, তিনি যে রাজনীতিতে আসছেন না, জল্পনা ভুল, এটাও খোলসা করে বলা হচ্ছে না।


































































































































