নারী শক্তির প্রতীক দুর্গার বোধনের প্রাক্কালেই রাস্তায় সদ্যোজাত শিশুকন্যা, আগলে রাখলো কুকুরের দল

0
1

রাত পোহালেই নারী শক্তির প্রতীক দেবী দুর্গার বোধন। আর তার আগেই কন্যা সন্তানের প্রতি অবহেলা ও অমানবিকতার এক ছবি ফুটে উঠল কলকাতা শহরের উপকণ্ঠে। যখন করোনা আবহের মধ্যেও বাঙালি মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে, দুর্গাপুজোর প্রস্তুতি যখন শেষ মুহূর্তে, ঠিক তখনই আগামীর দুর্গা রাস্তায় পড়ে কাঁদছে। আর সদ্যোজাত শিশুকন্যাকে আগলে আছে পথের কিছু সারমেয়।

হ্যাঁ, এমনই এক করুণ ঘটনার সাক্ষী রইল এ রাজ্য। এক নেটিজেন দুধের শিশুটির ছবি-সহ গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখছেন, “সন্ধে ৭:৩০ নাগাদ মাসির ফোন আসে, একটা রত্ন পেয়েছি, পরে তোকে সব জানাচ্ছি, এখন ব্যবস্থা করি।”

এরপর তিনি লিখছেন “রাত সাড়ে ১০টা নাগাদ মাসিকে ফোন করি, ঘটনা জানতে। মাসি এবং দিদির এক বান্ধবী বাজারে যাচ্ছিলেন, হঠাৎ গলির মোড়ে একটা কান্নার আওয়াজ পান। এগিয়ে যেতেই চোখে পরে এই ফুলের মত বাচ্চাটিকে। কয়েকটা কুকুর মিলে আগলে রেখেছিল।”

জানা গিয়েছে, শিশুটিকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসাধীন ওই সদ্যজাত শিশুকন্যা। চিকিৎসকরা তথ্য অনুসারে,মাত্র ১ দিন বয়স ওই শিশুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য অনুযায়ী আজ বাচ্চাটিকে বারাসাতের একটি হোমে পাঠানো হবে।

আরও পড়ুন-পুজোর পর সংক্রামিতের সংখ্যা বাড়বে ধরে নিয়েই বেড বাড়ালো রাজ্য