গোন্দলপাড়া জুটমিল খোলায় শ্রমিকদের নিয়ে মিছিল লকেটের

0
1

চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল খোলায় শ্রমিকদের নিয়ে মিছিল করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার ভদ্রেশ্বর পোস্ট অফিস থেকে জিটি রোড ধরে স্ট্যান্ড রোড হয়ে মিলের গেট পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন লকেট চট্টোপাধ্যায় ও হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের। এরপর মিলের গেটে পথসভা করে বিজেপি।

আরও পড়ুন : উত্তরবঙ্গের সভা বুঝিয়ে দিল বিজেপিতে মুকুলের জায়গা ঠিক কোথায়, অভিজিৎ ঘোষের কলম

জনসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হোন লকেট চট্টোপাধ্যায়। একইসঙ্গে হুগলিতে মেডিক্যাল কলেজ হাসপাতাল খোলার বিষয় রাজ্য সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিজেপি সাংসদের। এই নিয়ে দিল্লিতে তিনি অভিযোগ জানাবেন বলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন লকেট।