শিলিগুড়িতে করোনা-অসুর বধে ‘ডাক্তার’ দেবী দুর্গা, ছবি শেয়ার করলেন শশী থারুরও

0
2

“করোনা-টিকা পৌঁছে গিয়েছে শিলিগুড়িতে!” বাস্তবে নয়, শিলিগুড়ির এক মণ্ডপে ভ্যাকসিন হাতে করোনা-অসুরকে বধ করছেন চিকিৎসক দেবী দুর্গা৷ সন্তানরা করোনা- যোদ্ধা৷

করোনা-আবহেও উৎসবে মেতে উঠছে বাংলা৷ হয়তো এবারের পুজোর মূল প্রার্থনা, ‘করোনা থেকে মুক্তি দাও’৷ আর সেই ভাবনার সঙ্গে সমতা রেখেই এবার শিলিগুড়িতে দেবী দুর্গাকে চিকিৎসক সাজিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন এক শিল্পী। ফেসবুকে সেই ছবি শেয়ার হওয়ামাত্রই ভাইরাল৷ ছবি পৌঁছে যায় কংগ্রেস সাংসদ শশী থারুরের কাছে৷ প্রতিমা এবং আইডিয়ায় মুগ্ধ থারুর সঙ্গে সঙ্গে টুইট করেছেন৷ তাতে লিখেছেন, “কলকাতায় কোভিড-১৯ থিমের দুর্গাপুজোর অসামান্য সৃজনশীলতা। দেবী ভাইরাসকে বধ করছেন। অজানা শিল্পী ও ডিজাইনারকে স্যালুট।”

মহামারি আবহে করোনাও বাঙালির মহা উৎসবের থিমে ঢুকেছে৷শিলিগুড়িতে চিকিৎসক রূপে দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী জিতেন পাল।’ আর করোনাভাইরাস বানানো হয়েছে অসুরকে। অস্ত্রের বদলে ইনজেকশন দিয়ে সেই করোনা অসুরকে বধ করছেন দেবী দুর্গা।

‘ডাক্তার’ দুর্গার সঙ্গে ভারসাম্য বজায় রেখে তাঁর সন্তানদের করোনা যোদ্ধা হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। নার্সের মতো তৈরি হয়েছে লক্ষ্মী প্রতিমা। গণেশ এখানে একজন পুলিশ৷ সরস্বতী এবং কার্তিককে করোনা যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে।

এই দুর্গাপ্রতিমার ছবিই শেয়ার করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবারের পুজোয় মেগাহিট “ডাক্তার-দুর্গা”৷

আরও পড়ুন: Big Breaking: বিমল গুরুংয়ের চমক, এনডিএ ছেড়ে তৃণমূল জোটে