বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে নাইট জার্সিতে মাঠে নামেননি সুনীল নারাইন। ১০ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিলেন। এর মাঝে তিনটি ম্যাচ খেলেছে কেকেআর। কিন্তু ক্যারিবিয়ান স্পিনারকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে ছাড়পত্র মেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বুধবারের ম্যাচে তাকে মাঠে নামানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । বিশেষ অনুশীলন শুরু করেছেন সুনীল নারাইন।
রবিবার তাঁকে ছাড়পত্র দেয় আইপিএলের ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন কমিটি’। তাঁর নাম তুলে নেওয়া হয় ‘ওয়ার্নিং লিস্ট’ থেকেও। কিন্তু প্রশ্ন, কার জায়গায় দলে ঢুকবেন তিনি। সেক্ষেত্রে কোপ পড়ার সম্ভাবনা প্যাট কামিন্সের। বিশ্বের এক নম্বর পেসারকে বসিয়ে নারাইনকে খেলানো হবে কি না, তা সময়ই বলবে।
এরই পাশাপাশি, চোটের জন্য মাঠে নামার আগেই আইপিএল থেকে ছিটকে যাওয়া আলি খানের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন টিম সেফার্ট।
আলি খানের বদলি হিসেবে কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সেফার্ট যোগ দিলে নাইটদের শক্তি আরও বাড়বে । সেফার্টের ঘরোয়া দল নর্দান ডিস্ট্রিক্টের তরফে তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের আইপিএল খেলতে যাওয়ার কথা জানানো হয়ছে।
সীমিত ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ সেফার্ট নিউজিল্যান্ডের হয়ে ৩টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সেফার্ট মোট ৯৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৫.০০ গড়ে সংগ্রহ করেছেন ১৭৭৫ রান।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.