প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। জারি হল সুনামির সতর্কতা।
আমেরিকার সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে আলাস্কা’র আলেউটিয়ান দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্ত। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। এর ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পনের কিছুক্ষণ পরেই জারি হয় সুনামি সতর্কতা। এরপর আলেউটিয়ান দ্বীপের উপকূলবর্তী জনবসতি থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে প্রশাসন। পরে আফটার শক হিসেবে আরও দু’বার ৫.৯ ও ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়।
সুনামি সতর্কতা কেন্দ্রের আধিকারিক স্কট ল্যাঙ্গলি জানান, আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকার কাছে এই ভূমিকম্প হয়েছে। সূত্রের খবর, এর উৎসস্থল ভূ-পৃষ্ঠের ২৫ মাইল গভীরে। কম্পনের পরেই সেখানকার সমুদ্র উপকূলে ৪ ফুটের বেশি উচ্চতার দুটি ঢেউ আসে। সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা জারি করে আলাস্কা উপকূলের ৫০০ মাইল এলাকাজুড়ে নজরদারি করা হচ্ছে।
আরও পড়ুন- ভাষণে নেই দুর্গাপুজো, বিতর্কের মুখে প্রধানমন্ত্রী

































































































































