ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে তেড়ে আক্রমণ করলেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজভবন নাকি খুনি-আসামিদের-অপরাধীদের বসে থাকার জায়গা হয়ে গিয়েছে। ডোমজুড়ে একটি জনসভায় যোগ দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে এমনই তীব্র কটূক্তি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণবাবুর দাবি, রাজ্যপাল জগদীপ ধনকড় উগ্রপন্থীদের জায়গা দিচ্ছেন। তিনি ভারতবর্ষের লজ্জা। বিজেপির খুনি এবং আসামীদের জায়গা দিচ্ছেন রাজ্যপাল। এসব অপরাধীরা রাজভবনে বসে এখন বসে থাকে। চা খায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কারও নাম উচ্চারণ না করলেও তাঁর এমন বিস্ফোরক মন্তব্য গায়ে মেখে নেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে অর্জুন সিং বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তাই তাঁর কথায় গুরুত্ব দিই না। তবে সাংবিধানিক প্রধানের কাছে যাওয়া যদি খারাপ কাজ হয় তাহলে নবান্নে বসে তৃণমূলের মন্ত্রীরা পার্টির কাজ করে। সেটা নিয়ে কী বলা হবে?”
আরও পড়ুন:নেতাইতেও বেসুরো, কোন পথে যাচ্ছেন শুভেন্দু?




































































































































