আজ সোমবার থেকে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো, প্রতি মেট্রোয় উঠতে পারবেন আরও বেশি যাত্রী।
আরও পড়ুন- পুজোয় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স-হাসপাতালে বেডের ব্যবস্থা: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে
এবার থেকে নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ।
এবার থেকে প্রতিটি মেট্রোয় ৪০০-র পরিবর্তে ৫৬০ জন যাত্রীকে উঠতে দেওয়া হবে।
আসলে সন্ধ্যার দিকে ক্রমশ বাড়ছে মেট্রোর চাহিদা। দিনের শেষ মেট্রোর সময় পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন নিত্যযাত্রীদের অধিকাংশ। সেই দাবি মেনে আজ থেকে শেষ মেট্রো সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে ।
মেট্রোর কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল আটটা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত। স্বভাবতই সেজন্য ট্রেনের সংখ্যা বাড়ছে। এতদিন ১১০ টি ট্রেন চলছিল। সোমবার থেকে আরও তিন জোড়া বেশি মেট্রো চলতে শুরু করল । প্রতি মেট্রোয় যাত্রী বাড়ানো হয়েছে ৪০ শতাংশ।
মেট্রোর পরিষেবার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হওয়ায় যাত্রীদের একাংশের কিছুটা সুবিধা হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।


































































































































