১১ দিন পরে জামিন পেলেন নবান্ন অভিযান অস্ত্র-সহ ধৃত বলবিন্দর সিং। সোমবার, দুপুরে তাঁকে হাওড়া আদালতে পেশ করা হয়। নবান্ন অভিযানে হাওড়া ময়দান থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী বলবিন্দর সিংকে। এদিন আদালতে যায় বলা হয়, যেহেতু বলবিন্দরের আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স ছিল, সুতরাং তাঁর বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ লাঘু হয় না। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।
৯দিন পর শুক্রবার প্রাক্তন জওয়ান বলবিন্দর সিংকে মুক্ত করতে রাজি হয় রাজ্য পুলিশ। তার আগে স্বামীর মুক্তির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন বলবিন্দরের স্ত্রী করমজিৎ কউর। স্বামীকে না ছাড়লে, ছেলেকে নিয়ে নবান্নের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তারপর শুক্রবার রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠকের পর জানানো হয় বেআইনি অস্ত্র রাখা সহ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করণজিৎ কউরের জন্য পুজোর উপহার পাঠান। সেটা পেয়ে তিনি আপ্লুত বলে জানান বলবিন্দরের স্ত্রী। সোমবারই জামিনে মুক্তি পেলেন বলবিন্দর।
আরও পড়ুন-ফ্ল্যাটে মদ-যৌনকর্মী নিয়ে আসর, মৃত কুখ্যাত দুষ্কৃতী, ধৃত পুলিশ-সহ ৩

































































































































