কাল উত্তরবঙ্গে বিজেপি সভাপতি, নাড্ডার চ্যালেঞ্জ দলাদলিতে দীর্ণ বিজেপি

কিশোর সাহা

0
1

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপির দারুন ফল হলেও বিধানসভায় তার ছাপ কতোটা পড়বে, সে নিয়ে বিজেপির মধ্যেই সংশয় রয়েছে। কারণ, উত্তরবঙ্গে বিজেপির একাধিক গোষ্ঠী। নব্য ও পুরানোদের রেষারেষির জেরে উত্তরের সব জেলায় গোলমাল চলছে দলের অন্দরে। সেই কোন্দল চাপা দিতে উত্তরের জেলায় যুযুধান সব গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা নাড্ডার।

বিজেপির একটি সূত্রের খবর, নেতাদের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ দিল্লির নেতাদের কাছেও গিয়েছে। তা নিয়েও কথা বলবেন নাড্ডা। শুধু তাই নয়, দার্জিলিংয়ের আলাদা রাজ্যের দাবি সমর্থন করলে সমতলে যে বহু আসন হাতছাড়া হতে পারে সেটাও নাড্ডার কাছে খবর রয়েছে। তাই কী করণীয়, সেটা ঠিক করতেও পাহাড় ও সমতলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

সোমবার শিলিগুড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপি। সূত্রের খবর আগামীকাল সকালে দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নামবেন জেপি নাড্ডা। এর পরেই তিনি শিলিগুড়ি নৌকাঘাট এ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সরাসরি তিনি শিলিগুড়ি থানা মোড়ের কাছে একটি মন্দিরে পুজো দেবেন। এরপর সেবক রোডের একটি হোটেলে দলীয় কর্মীসভা করবেন। আগামীকাল জেপি নাড্ডার পাশাপাশি বিজেপি আয়োজিত এই কর্মী সভায় থাকছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ অন্যান্যরা বিজেপির নেতারা।

আরও পড়ুন- জাদেজার বিশাল ছক্কা স্টেডিয়ামের বাইরে! হদিশ নেই বলের