মহানন্দার বিসর্জন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে শিলিগুড়ির পুর প্রশাসক

0
1

দোরগোড়ায় বাংলার প্রাণের উৎসব। মহামারি আবহে সব রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বোধন থেকে বির্সজন কীভাবে হবে তা নিয়ে তৎপর প্রশাসন। কলকাতা সহ অন্যান্য জেলাতেও একই চিত্র। রবিবার শিলিগুড়ি শহরের মহানন্দার বিসর্জন ঘাটের পরিস্থিতি সরেজমিনে দেখলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সবদিক সরেজমিনে খতিয়ে দেখেন অশোক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন পুর কো অর্ডিনেটর কমল আগরওয়াল। পুর প্রশাসক নির্দেশ দেন মহানন্দার ধারের লালমোহন মল্লিক ঘাটের পরিষেবা যেন ঠিক থাকে।

আরও পড়ুন:৫ টাকায় পুজোর পোশাক শিলিগুড়িতে