‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

0
3

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, কুইজমাস্টার, CAB-র প্রশাসনিক প্রধান, BCCI- প্রেসিডেন্টের এ বার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা, ICC-র গুরুত্বপূর্ণ পদ পাওয়া প্রায় নিশ্চিত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন দীপাবলিতেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় ICC-র ডেপুটি চেয়ারম্যান পদে বসতে চলেছেন৷ শুক্রবার ICC সূত্রে এমনই খবর মিলেছে। ভারতের শশাঙ্ক মনোহর ছিলেন শেষ ICC চেয়ারম্যান। তাঁর জায়গায় নতুন ICC প্রধান আসবেন। অনেকেই চেয়েছিলেন, সৌরভ-ই আসুন চেয়ারম্যান পদে। কিন্তু সৌরভকে ICC চেয়ারম্যানের পদ নিতে হলে বোর্ড প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হবে। যেটা তিনি এখনই করতে নারাজ। দুবাইয়ের ICC সদর দফতরের খবর, কর্তারা চাইছেন, সৌরভকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ICC প্রশাসনে নিয়ে আসতে। এমন পদে যাতে তাঁকে বোর্ডের পদ ছাড়তে না হয়৷ তাই প্রাক্তন ভারত অধিনায়ককে ICC-র ডেপুটি চেয়ারম্যান করা হবে বলেই শোনা যাচ্ছে। ডেপুটি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে সে রকম কোনও শর্ত নেই। ICC-র অভিমত, ক্রিকেটের এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো কেউ ডেপুটি চেয়ারম্যান হলে ICC প্রশাসনই শক্ত হবে।

সৌরভ এই পদে যোগ দিলে ডেপুটি চেয়ারম্যানের পদটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে BCCI আবেদন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ বাড়ানোর জন্য। সর্বোচ্চ আদালত যদিও জানিয়েছে, এই আবেদনের শুনানি পরে হবে, তত দিন এই পদাধিকারীরাই বোর্ডের কাজ চালান।

আরও পড়ুন-অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার