করোনা আক্রান্ত দিলীপ ঘোষ স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

0
3

করোনায় আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যা নিয়ে উদ্বিগ্ন তাঁর রাজনৈতিক অনুগামীরা। তবে দিলীপ ঘোষের অনুগামীদের স্বস্তির বার্তা দিলেন চিকিৎসকরা। আজ, শনিবার বিকেলে হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বিজেপি রাজ্য সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল।

গতকাল, শুক্রবার ধুম জ্বর (১০২) নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপবাবু। দেখা যায় শরীরে অক্সিজেনের মাত্রাও কিছুটা কম। হাসপাতাল জানিয়েছে, তাঁর জ্বরও কমেছে। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। ফুসফুসে সমস্যা ধরা পড়ায় এদিন দুপুরে তাঁর সিটি স্ক্যানও করা হয় বলে জানা গিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রিপোর্ট আসেনি।

আরও পড়ুন-‘ঠিকাদারি সংস্থা সংগঠন চাঙ্গা করতে পারে না’, তৃণমূল বিধায়কের নিশানায় টিম-পিকে