সব রাজনৈতিক দলের কাছে বাংলার দুর্গোৎসব জনসংযোগের মাধ্যম। পুজো নিয়ে কোনও উৎসাহ না থাকলেও, বামেরাও সব সময় দুর্গাপুজার মন্ডপের কাছে নিজেদের বুক স্টল করে স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রাখে। বর্তমান রাজ্য সরকার পুজো এবং উৎসবের যথেষ্ট পৃষ্ঠপোষক বলেই পরিচিত। এবার পুজো উদ্বোধনের মঞ্চ থেকেই রাজনীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে মণ্ডপে গিয়ে নয়, নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সেখানেই পুরুলিয়া জেলার উদ্বোধনের সময় মমতার বক্তব্য, “কোন ভুল-ত্রুটি হলে মাফ করে দিন”। গত লোকসভা নির্বাচনে সেখানে শাসকদলের ফল মোটেই আশানুরূপ হয়নি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছিলাম, আছি, থাকব। মানুষের পাশে আছি ছিলাম থাকব”। আগামী নির্বাচনের প্রচার হিসেবে গেরুয়া শিবির বারবার দাবি করছে, একুশে রাজ্যে তারাই আসবে ক্ষমতায়। তারই পাল্টা হিসেবে এই বার্তাকে রাজনৈতিক প্রত্যয় বলেই মনে করছে নানা মহল।
পুজোর মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেন, “মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও, দাঙ্গা থেকে মুক্তি দাও, কুৎসা থেকে মুক্তি দাও।” পুজোর উদ্বোধনে মণ্ডপে প্রার্থনার মধ্যে দিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন তিনি।
১২ জেলার একশো দশটি পুজো উদ্বোধন করেন মমতা। পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্যের এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ফের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার




































































































































